খোলা মাঠে প্যান্ডেলে হলো পরীক্ষা!

যেন বিয়েবাড়ি, খোলা মাঠে প্যান্ডেলে হল মাধ্যমিক পরীক্ষা!

এ যেন বিয়েবাড়ির মতো মাঠে প্যান্ডেল খাটিয়ে কোন অনুষ্ঠান। আসলে ভেতরে চলছে মাধ্যমিক পরীক্ষা! এমনই আজব কাণ্ড ঘটল ভারতের ডেবরা ব্লকের পাঁচগেড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে৷ বিদ্যালয় প্রাঙ্গনের ভেতরে তৈরী করা প্যান্ডেলে বসেই মঙ্গলবার পরীক্ষা দিয়েছেন ৯৭ জন পরীক্ষার্থী৷

এই বিদ্যালয়ে ডেবরার চারটি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এবারে পরীক্ষা দিতে এসেছেন৷ মোট ১৪৬ জন পরীক্ষার্থী এবার ওই বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে।

অথচ বিভিন্ন শ্রেণীকক্ষে ৪৯ জন পরীক্ষার্থীর স্থান সংকুলান করা গিয়েছে৷ আর বাকি ৯৭ জনের ঠাঁই হয়েছে এই প্যান্ডেলে৷ এমনকী এই অস্থায়ী জায়গায় আলো ও পাখার কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ৷

সন্তানদের এভাবে পরীক্ষা দিতে দেখে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকেরাও৷ এমনকী ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়গুলির শিক্ষকরাও, যেখান থেকে পরীক্ষা দিতে এসেছে পরীক্ষার্থীরা৷

এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পাঁচগেড়িয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহরলাল বারিক। আগে থেকে সব জেনেও কেন ওই বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেননি, সেই নিয়েই সরব শিক্ষামহল। বিডিও পিণ্টু ঘরামি অবশ্য আশ্বাস দিয়েছেন, প্যান্ডেলের পরীক্ষা দেওয়ার বিকল্প উপায় খোঁজার চেষ্টায় রয়েছে প্রশাসন।

এসএইচ-১১/১৩/১৯ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র: এইসময়)