শুনানির সময় ঘুমিয়ে পড়লেন বিচারক

ক্লাস চলছে, চেয়ারে বসে ঢুলছেন শিক্ষক। এ দৃশ্য অনেকের কাছে বেশ পরিচিত। কিন্তু আদালত ভর্তি মানুষ। চলছে শুনানি। আর গালে হাত দিয়ে ঘুমাচ্ছেন খোদ বিচারপতি।

এমন দৃশ্য দেখেছেন কেউ? আশ্চর্যজনক হলেও এমনই এক ঘটনা ঘটেছে লন্ডনের একটি আদালতে। আর বিচারপতির ঘুমানোর ঘটনায় হুলস্থুল পড়ে যায় আদালত চত্বরে।

আদালতের এজলাসে ঘুমিয়ে পড়েছিলেন এক নারী বিচারক। নাম জাস্টিস পার্কার। তিনি লন্ডনের হাইকোর্টে ফ্যামিলি ডিভিশনে রুজু হওয়া মামলার বিচার করেন। ২০০৮ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে ঘুমিয়ে পড়ার জন্য আদালতে উপস্থিত আইনজীবীরা তার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ দায়ের হওয়ার পর পার্কারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে লন্ডনের দ্য জুডিশিয়াল কনডাক্ট ইনভেস্টিগেশন অফিস।

তারা বলছে, ‘শুনানি চলার সময় বিচারকের ঘুমিয়ে পড়ার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। এ জন্য বিচারক পার্কারকে প্রাথমিক পরামর্শ দেয়া হয়েছে।’

এই ঘটনা আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে বলে আশঙ্কা অন্য বিচারপতিদের। তবে পার্কার অনভিপ্রেত এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে অনুশোচনা প্রকাশ করেছেন।

এসএইচ-০৩/১৪/১৯ (অনলাইন ডেস্ক)