পাকিস্তানে ভারতের হামলার ছাপযুক্ত শাড়ির জমজমাট কেনাবেচা (ভিডিও)

পাকিস্তানে ভারতের হামলার

বুধবার সকালে বেশ ফুরফুরে ছিলেন নরেন্দ্র মোদি। পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ করে দেশবাসীর কাছে হিরো সেজেছেন বিজেপির হয়ে জেতা এ প্রধানমন্ত্রী।

বালাকোটের ওই আক্রমণে ৩০০ বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়েছে বলে দাবি করে মোদি সরকার।

আর এর পরই ভারতীয় বিমানবাহিনী ও মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশটির সাধারণ জনতা।

বলি ও ক্রিকেট তারকারাও মোদির পাশে আছেন জানিয়ে টুইট করেছেন। বালাকোটের আক্রমণটি পাকিস্তানকে মোদির সমুচিত জবাব বলে ভারতীয় বিমানবাহিনীকে স্যালুট জানিয়েছেন তারা।

এসব খবরে মোদির ভাটা পড়া জনপ্রিয়তার পালে যেন হাওয়া লাগল।

পাকিস্তানের বিপক্ষে মোদির এমন অবস্থানে ভারতীয়রা কতটুকু উচ্ছ্বসিত এবার তার আরেকটি প্রমাণ মিলল।

মোদির স্তুতিতে ভারতীয়রা কতদূর পৌঁছতে পারেন এবার তা দেখালেন গুজরাটের এক শাড়ি নির্মাতা।

গুজরাটের সুরাটের এক ব্যবসায়ী পাক-ভারত দ্বন্দ্বের চিত্রটি এঁকেছেন তার শাড়িতে। শাড়িটির প্রিন্টে ফুটে উঠেছে মোদির সার্জিক্যাল স্ট্রাইকের পুরো ঘটনা।

শাড়িতে রয়েছে নরেন্দ্র মোদি, ভারতীয় সেনাবাহিনী, বালাকোট অভিযানের বোমারু মিরাজ ২০০০ এবং আরও কয়েকটি যুদ্ধবিমানের ছবি।

পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের হামলার পর কাশ্মীরে ভারতের জবাবকে ফুটিয়ে তোলা হয়েছে এই শাড়িতে। শাড়িটির ভিডিও দেখুন-

ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ওই শাড়ি নির্মাতা জানিয়েছেন, এই গুজরাটি শাড়িটি লম্বায় ৬ মিটার আর এটি তৈরিতে সময় লেগেছে ৪ ঘণ্টা।

শাড়িতে মোদির ছবি ছাপ এর আগেও দেয়া হয়েছিল। সে শাড়ি বাজারে তেমন সাড়া ফেলেনি।

তবে পুলওয়ামা হামলা ও পাক-ভারত সাম্প্রতিক যুদ্ধংদেহী পরিস্থিতিতে বাজারে মোদি প্রিন্টের এই শাড়িটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আরএম-০৫/০১/০৩ (অনলাইন ডেস্ক)