অ্যাকাউন্টের দুরাবস্থা দেখে মালিককে টাকা ফেরত দিল ডাকাত! (ভিডিওসহ)

অ্যাকাউন্টের দুরাবস্থা

একটু রাত বেশি হলেও টাকার দরকার ছিল তার। এজন্য ব্যাংকের এটিএমে গিয়ে টাকা তুলছিলেন। টাকা তোলা শেষ হতেই পেছন ফিরে দেখেন এক লোক ছুরি হাতে তার কাছে যা আছে সব দিয়ে দিতে বলছেন। জীবনের মায়ায় সঙ্গে সঙ্গে তিনি ওই ডাকাতকে টাকা দিয়ে দেন।

সেখানে ছিলো মাত্র ২হাজার ৫০০ ইয়ান, বাংলাদেশী টাকায় যার পরিমাণ ৩১ হাজার টাকার কিছু বেশি।

তবে টাকা পেয়ে ডাকাত ওই নারীকে এটিএম থেকে আরও টাকা তুলে দিতে বলে। পরে ওই নারী দ্বিতীয়বার এটিএমে কার্ড প্রবেশ করালে ডাকাত দেখে যে ওই নারীর অ্যাকাউন্টে কোনো টাকা নেই।

এটিএম বুথের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্ক্রিনে লি’র ব্যালেন্স সংক্রান্ত তথ্য দেখে ডাকাতের চেহারাই পাল্টে যায়। কারণ লি’র অ্যাকাউন্ট ব্যালান্স প্রায় শূন্য ছিল। সেটা দেখে ডাকাতের এতটাই মায়া হয় যে সে ডাকাতিকৃত টাকাগুলো লি’কে ফেরত দিয়ে হেসে ওখান থেকে বেরিয়ে যায়।

জানা গেছে, চীনের হেয়ুয়ান শহরে একটি এটিএম বুথে এ ঘটনা ঘটেছে।

আরএম-১২/১৫/০৩ (অনলাইন ডেস্ক)