ছুটির সকালের বাতাসে যেন পোড়া স্বপ্নের গন্ধ। বনানীর কামাল আতাতুর্ক সড়কের এফ আর টাওয়ারে এখনও ফায়ার সার্ভিস আর পুলিশের উদ্ধারকর্মীদের তৎপরতা। প্রতিটি তলায় চলছে অনুসন্ধান।
২৩ তলা ভবনটির আশপাশে ছোট ছোট জটলা। উৎসুক চোখে নিরাপত্তহীনতার শঙ্কা। শুক্রবার (২৯ মার্চ) সকাল থেকেই চলছে এই তল্লাশি। গতকাল টাওয়ারে আগুন লাগার পর অনেকেই ছুটে এসেছিল সাহা্য্যের জন্য।
আপন-পর ভুলে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে অনেকে। তেমনই একজন ক্ষুদে সাহায্যকর্মী ছিলেন একজন ক্ষুদে বালক। যার ছবি গতকাল সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। হাজারো উৎসুক জনতার মাঝে এই ছবিটি নজর কেড়েছে সবার।
ছবিটিতে দেখা যায় একটি ছোট্ট শিশু ফায়ার সার্ভিসের ফাটা পাইপ দিয়ে বের হয়ে যাওয়া পানি আটকে রাখার চেষ্টা করছে। শিশুটির চোখেমুখে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা।
শিশুটির সঙ্গে সময় নিউজের কথা হলে জানা যায়, তার নাম নাঈম ইসলাম। স্থানীয় আরবান স্ল্যাম আনন্দ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে। কড়াইল বস্তিতে বাবা-মা ও এক বোনের সঙ্গে বসবাস তার।
তার বাবা শ্রমিক লীগের সাংগঠনিক সদস্য এবং মা বাসায় কাজ করে বলে সে জানায়। নিজ আগ্রহ থেকেই সাহায্য করতে আসা নাঈম বলে, পানির একটি পাইপ ফেটে তা থেকে পানি বের হতে দেখে পাশ থেকেই একটি পলিথিন কুড়িয়ে তা দিয়ে পাইপের ফাটা অংশটি চেপে ধরি, যেন অপ্রয়োজনীয়ভাবে পানি নষ্ট না হয়।
এসময় সে বড় হয়ে কি হতে চায় জানতে চাইলে নাঈম বলে, আমি বড় হয়ে পুলিশ অফিসার হতে চাই, যেন মানুষের কল্যাণে এগিয়ে আসতে পারি।
রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুনে মৃত ২৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২৪ জনের মরদেহই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
আরএম-০৬/২৯/০৩ (অনলাইন ডেস্ক, তথ্যসূত্র: সময়নিউজ)