হঠাৎ করেই শুরু হয় ঝড়। দমকা হাওয়া থেকে বাঁচতে যে যেখানে পারছিলেন আশ্রয় নিচ্ছিলেন। রোদ থেকে বাঁচার জন্য আগে থেকেই সেখানে রাখা ছিল বড় আকারের ছাতা। স্ট্যান্ড লাগানোও ছিল ছাতাটিতে।
ঝড়ের কবল থেকে ছাতাটিকে রক্ষা করতে তিন ব্যক্তি সেটি শক্ত করে ধরে রাখেন। তাদের একজন সেই ছাতার স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে যান। কিন্তু হাওয়ার জোরে ছাতা সমেত উড়ে যান তিনি। সম্প্রতি এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
জানা গেছে, তুরস্কের ওসমানিয়া প্রদেশে ঘটনাটি ঘটেছে। ঝড়ের কারণে ছাতা সমেত উড়ে যাওয়া ব্যক্তির নাম সাদিক কোকাদাল্লি। ছাতাসমেত উড়ে পড়ার পর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সাদিক বলেছেন, ছাতা ধরে দাঁড়িয়ে থাকার পর আমি বুঝলাম আমি উড়ছি। আমি প্রায় ৩/৪ মিটার উপরে উঠে গিয়েছিলাম। এখন সুস্থ আছি।
পুরো ঘটনার ভিডিও ধরা পড়েছে রাস্তার পাশে থাকা সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ভাইরাল হয়ে যায়।
https://youtu.be/RYxlG-uEF_c
এসএইচ-০৯/৩০/১৯ (অনলাইন ডেস্ক)