পুলিশকে মাতাল করে চম্পট দিল গ্যাংস্টার!

আদালত থেকে শুনানি শেষে ফেরার পথে পুলিশ অফিসারদের নিয়ে হোটেল মদের পার্টি দেয় মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার বদন সিং বাড্ড‌ু। তারপর পুলিশকে মদ খাইয়ে মাতাল করে তাদের নাকের ডগা দিয়ে পালিয়ে যায় সে। বদনের মাথার ওপর এক লক্ষ টাকার পুরস্কার ঝুলছে।

ভারতের মেরঠের কুখ্যাত গ্যাংস্টার বদন সিং বাড্ড‌ুর নামে খুন ও ডাকাতির ১০টি মামলা ঝুলছে। ১৯৯৬ সালে এক আইনজীবীকে খুনের দায়ে যাবজ্জ্বীবন কারাদণ্ডে দণ্ডিত সে।

এরকম অপরাধীকে গাজিয়াবাদ কোর্টে শুনানির পর ফারুক্কাবাদ জেলার ফতেহগড় জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল ফতেহগড় সিভিল পুলিশের। তা না করে আদালত থেকে ফেরার পথে বদনের দেওয়া মদের পার্টিতে যায় সবাই মিলে।

দিল্লি রোডের একটি হোটেলে আগে থেকে ঘুর বুক করে রেখেছিল বদনের সহযোগিরা। মদের ঘোরে পুলিশ কর্মীরা যখন প্রায় অচেতন, তখন নিশ্চিন্তে সেখান থেকে পালায় বদন।

বদন পালানোর তিনঘণ্টা পরে স্থানীয় পুলিশকে সব জানানো হয়। এই ঘটনায় ছয় পুলিশকর্মী এবং তিন সিভিলিয়ানকে গ্রেফতার করা হয়েছে।

এসএ্ইচ-১৪/৩০/১৯ (অনলাইন ডেস্ক)