ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান পাসোভার পালন করতে আল-আকসা মসজিদে ঢুকেছে অবৈধ বসতি ইহুদিরা। বৃহস্পতিবার ফিলিস্তিনের কর্মকর্তারা জানান, ইহুদিদের সপ্তাহব্যাপী পাসোভার অনুষ্ঠান পালন করতে শতাধিক ইহুদি আল আকসা মসজিদে ঢোকে।
জেরুজালেমের ধর্মীয় বৃত্তি কর্তৃপক্ষের মুখপাত্র ফাইরাস আল দিবস আনাদলুকে বলেন, ৩২০ জনের বেশি অবৈধ বসতি ইহুদিরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আল-আকসা মসজিদের কমপাউন্ডে ঢোকে।
আল দিবসের তথ্যানুসারে, অবৈধ বসতি স্থাপনকারীরা ইসরাইলি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রক ও আল-কিবালি মসজিদের গম্বুজের কাছাকাছি ধর্মীয় অনুষ্ঠান পালন করেছিল।
পাসোভার ইহুদি ক্যালেন্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিন হিসেবে বিবেচিত হয়।
এ বছরে পাসোভার এপ্রিলের ১৯ তারিখে শুরু হয়ে ২৭ এপ্রিল বিকাল পর্যন্ত চলবে।
গত বছরে ইহুদি সপ্তাহব্যাপী ছুটির দিনে দেড় হাজার অবৈধ বসবাসকারী ইহুদি আল-আকসা মসজিদে ঢুকেছে।
মুসলিমদের জন্য আল-আকসা বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। আর ইহুদিরা দাবি করছে এখানে প্রাচীন যুগে দুটি মন্দির ছিল।
১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল পশ্চিম জেরুজালেম দখল করে নেয়। যেখানে আল-আকসা মসজিদটি রয়েছে।
এসএইচ-০৮/২৬/১৯ (অনলাইন ডেস্ক)