১৫ বছর গুজরাতের মুখ্যমন্ত্রী এবং পাঁচ বছর দেশের প্রধানমন্ত্রী থাকার পরেও মোদির মোট সম্পত্তির পরিমাণ দুই কোটি টাকার একটু বেশি । এছাড়া তার নিজের কোনো গাড়িও নেই।
শুক্রবার বারানসীতে মনোনয়ন জমা দেওয়ার পর শপথ পত্র অনুযায়ী মোদির মূল সম্পত্তি দুই কোটি ৫১ লক্ষ ৩৬ হাজার ১১৯ টাকা৷ জানা গিয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্কের গান্ধিনগর শাখায় তার একাউন্টে মাত্র ৪ হাজার ১৪৩ টাকা রয়েছে৷
এছাড়া তার ১ কোটি ২৭ লক্ষ ৮১ হাজার ৫৭৪ টাকার এফডিআর রয়েছে৷ মোদি জীবন বিমা পলিসিতে এক লক্ষ ৯০ হাজার ৩৪৭ টাকা জমা রেখেছেন৷
অন্যদিকে ভারতের এই বিজেপি নেতার কাছে চারটি সোনার আংটি রয়েছে৷ যার মূল্য এক লক্ষ ১৩ হাজার ৮০০ টাকা। পাশাপাশি তিনি ৮৫,১৪৫ টাকা আয়করের টিডিএসের জন্য জমা করেছেন৷ এছাড়া তিনি ১,৪০,৮৯৫ টাকা পিএমওতে জমা করেছেন৷
গতবারের নির্বাচনের হলফনামার সঙ্গে এবারের হিসেব কষলে দেখা যায় তার মাত্র ২২ লক্ষ ৮৫ হাজার ৬২১ টাকার সম্পত্তি বৃদ্ধি হয়েছে।
এসএইচ-০৮/২৭/১৯ (অনলাইন ডেস্ক)