সমকামি নারীযুগলের উপ প্রধানমন্ত্রীর সামনে চুম্বন!

সমকামি নারীযুগলের সেলফির ফাঁদে পড়েছিলেন ইতালির উপ প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি। আর খুব অল্প সময়ে সেই সেলফি ভাইরাল হয়ে যায়। ওই সেলফিতে দেখা যাচ্ছে, সালভিনির সামনেই নারীযুগল চুম্বন করছে।

এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি ছবিটি ভাইরাল হয়ে যায়। ধারনা করা হচ্ছে, সালভিনি সমকামিবিরোধী পক্ষের লোক। আর তাই তার সামনে এ ভিন্নধর্মী প্রতিবাদ করে ওই নারীযুগল।

জানা গেছে, রাজনীতিবিদ অস্কার আইলেলোর সমর্থনে সিসিলিতে আয়োজিত এক সমাবেশে উপস্থিত হয়েছিলেন সালভিনী। এ সময় তিনি দুজন শিক্ষার্থী ও ভক্তের সঙ্গে সেলফি তুলতে ‘পোজ’ দেন। ওই দুই নারী সে সময় একে অপরকে প্রগাঢ়ভাবে চুমু দেন।
ওই সমকামি নারীযুগলের সালভিনির সামনেই ওই চুমুর ঘটনাটি দৃশ্যত এক ধরনের প্রতিবাদ ছিল।

গত মার্চ মাসে ভেরোনায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড কংগ্রেস অব ফ্যামিলি নামের সম্মেলনে সালভিনির উপস্থিতির ঘটনায় এভাবে প্রতিবাদ (সালভিনির সামনে চুম্বন) জানিয়েছে তারা।

সমকামি ও নারীবাদীদের গ্রুপগুলো এই কংগ্রেসের নীতির বিরুদ্ধে প্রতিবাদ-সমাবেশ করে। তবে ওই নারী যুগলকে পরে সালভিনির নিরাপত্তারক্ষীরা সরিয়ে দেয়।

এসএইচ-০৯/২৯/১৯ (অনলাইন ডেস্ক)