নগ্ন হয়েই যেতে হবে সৈকতে

Nudist beach near Zlatni Rat beach in Bol on Brac island, Croatia

অস্ট্রেলিয়ায় সবে পড়েছে গরম। আর সেই গরমকে উপভোগ করার জন্য অস্ট্রেলিয়ায় চলছে নগ্ন সপ্তাহ। আর এই নগ্নতা সেলিব্রেট করার জন্যই দেশের সমুদ্র সৈকতগুলোতে একেবারে নতুন নিয়ম।

অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সমুদ্র সৈকতকে বলা হয় নগ্ন সৈকত। এই সৈকতগুলোতে আপনি ইচ্ছে করলেই বিনা পোশাকে ঘোরাফেরা করতে পারেন।

এমনকী, বেশ কিছু সৈকতে তো পোশাক পরা একেবারেই বেআইনি।

তবে এক সপ্তাহের জন্য দেশ জুড়ে নতুন নিয়ম করা হয়েছে, আপনি যে কোনো সমুদ্র সৈকতেই বিনা পোশাকে ঘুরতে পারেন। তাতে আপনাকে কেউ কিছুই বলবে না।

তবে নগ্ন হলেও, যৌনতা কিন্তু একেবারেই অবাধ নয়। সৈকতে যৌনতা করতে দেখা গেলে কিন্তু বড়সড় জরিমানা কিংবা হাজতবাসও করতে হতে পারে।

এসএইচ-১৮/২৯/১৯ (অনলাইন ডেস্ক)