‘অন্ধ’ ট্রাম্পের পথপ্রদর্শক ‘কুকুর’ নেতানিয়াহু

‘অন্ধ’ ট্রাম্পকে পথ দেখাচ্ছেন ‘কুকুর’ নেতানিয়াহু। সম্প্রতি এমন একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে বিশ্বের প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। পরে ইসরায়েলের রোষে পড়ে এমন ছবি প্রকাশের জন্য ক্ষমা চেয়েছে মার্কিন এই গণমাধ্যম।

অন্ধ ট্রাম্পকে পথ দেখাচ্ছেন অনুগত কুকুর নেতানিয়াহু।

গত বৃহস্পতিবার দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত এই ব্যঙ্গচিত্র টুইটারে শেয়ার হওয়ার পরেই বিতর্কের সৃষ্টি হয়।

ব্যঙ্গচিত্রটি কাগজে ছাপা হয়েছে কোনো রকম ক্যাপশন ছাড়াই। তাতে নেতানিয়াহুকে স্টার অফ ডেভিড চিহ্নধারী কলারে বাঁধা চেনের প্রান্তে ট্রাম্পের পোষা কুকুর হিসেবে আঁকা হয়েছে।

কুকুরের চেন ধরে হাঁটতে দেখা গিয়েছে অন্ধ ডোনাল্ড ট্রাম্পকে, যার মাথায় চাপানো হয়েছে পেশনভোগী ইহুদির মতো স্কাল ক্যাপ।

এসএইচ-২৬/৩০/১৯ (অনলাইন ডেস্ক)