যুদ্ধের জন্য সাদা তিমিকে প্রশিক্ষণ দিয়েছে রাশিয়া!

সমুদ্রে যুদ্ধের জন্য সামুদ্রিক প্রাণী সাদা তিমিকে প্রশিক্ষণ দিচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশ রাশিয়া। সম্প্রতি গলায় বকলেসসহ একটি সাদা তিমির ওপর গবেষণা করে এমনটি জানিয়েছেন নরওয়ের বিশেষজ্ঞরা। ওই সাদা তিমির কার্যকলাপ পরীক্ষা করে বিশেষজ্ঞদের ধারণা, এটিকে যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে বিশেষ প্রশিক্ষণ গিয়ে সমুদ্রে ছাড়া হয়েছে।

বিশেষজ্ঞদের এই বক্তব্যের পরই বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। পশুপ্রেমীদের একাংশের দাবি, সাদা তিমি বিরলতম প্রানীদের মধ্যে পড়ে। শুধুমাত্র যুদ্ধের কাজে তাদের না ব্যবহার করাই ভালো। খবর ব্রিটিশ গণমাধ্যম মেট্রোর।

জানা যায়, সম্প্রতি নরওয়ের বেশ কয়েকজন মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে গেলে ওই সাদা তিমি দেখতে পান। ওই তিমির গলায় বকলস জাতীয় একটি জিনিস দেখে অবাক হন তারা। তিমিটি বারবার তাদের কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছিল বলে জানায় ওই মৎস্যজীবীরা। তারপর তারা তিমিটিকে ধরে। তিমির গলার বকলসের ভেতরে লেখা ‘ইকুইপমেন্ট অফ সেন্ট পিটার্সবার্গ’। ওই লেখা দেখে মনে করা হচ্ছে রুশ নৌবাহিনী এই সাদা তিমিকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে।

পরে তিমিটি নিয়ে আরও পরীক্ষানিরীক্ষা চালান নরওয়ের বিশেষজ্ঞরা। নরওয়ের আর্কটিক ইউনিভার্সিটির আর্কটিক ও মেরিন বায়োলজি বিভাগের অধ্যাপক অ্যানডান রিকার্ডসেন জানিয়েছেন, ‘আমরা জানি তিমি ধরে রাখা আছে। এই তিমিগুলোর মধ্যে কয়েকটাকে সম্প্রতি ছেড়ে দেওয়া হয়েছে। খুব সম্ভবত রুশ নৌবাহিনী যুদ্ধের কাজে এটিকে ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দিয়েছে’।

উল্লেখ্য এর আগে রাশিয়া ডলফিন সেনা বানিয়েছিল। যা গোটা বিশ্বের সামরিক জগতকে অবাক করে দিয়েছিল। তেমনভাবেই ওই তিমিটিকে রাশিয়ান নৌবাহিনী ট্রেনিং দিয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এসএইচ-২৫/০১/১৯ (অনলাইন ডেস্ক)