বিয়ের অপেক্ষায় কনে, পাবজি খেলায় ব্যস্ত বর! (ভিডিও)

অনলাইন মাল্টিপ্লেয়ার গেম পাবজি গোটা বিশ্বে যেন ঝড় তুলে দিয়েছে। আর তার প্রমাণ এই ভিডিওটা। ভিডিওটি অনলাইনে বিপুল শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিয়ে করতে এসে বর পাবজি খেলায় মগ্ন। পাশেই বসে বউ। তবে বরের কর্মকাণ্ডে তিনি মোটেও মুগ্ধ নন।

বর এতই খেলায় মগ্ন যে বিয়েতে পাওয়া উপহারের দিকেও ফিরে তাকানোর সময় নেই তার। ভিডিওটি প্রথমে আপলোড করা হয়েছিল ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক-এ। তারপরেই এটি ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে ভিডিওটি প্রায় ৪ লক্ষ বার দেখা হয়েছে। তবে ভিডিওটি কোথায় তোলা হয়েছে তা স্পষ্ট ভাবে বোঝা যায়নি।

ভিডিও থেকে এটাও বোঝা যাচ্ছে না যে ঘটনাটি সত্যিই কোনো বিয়ের আসরে ঘটেছে নাকি, সবটাই তৈরি করা মুহূর্ত। তবে দর্শক ভিডিও দেখে চোখ বন্ধ করতে পারছেন না।

একজন মন্তব্য করেছেন, ‘ইনিই আসল খেলোয়াড়, একে বিরক্ত কোরো না।” প্রবল জনপ্রিয় এই পাবজি খেলার রণক্ষেত্রটি সম্প্রতি ভারতের গুজরাটে নিষিদ্ধ করা হয়।

https://www.facebook.com/Ishare4/videos/579163512603324/?t=0

এসএইচ-০৯/০২/১৯ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : এনডিটিভি)