অস্ট্রেলিয়ার উত্তরাংশে রাস্তায় দেখা মিলেছে তিনটি চোখযুক্ত সাপের। সে দেশের বন্যপ্রাণ সংরক্ষণের অফিসাররা আর্নহেম হাইওয়েতে তিন-চোখো ওই সাপটিকে উদ্ধার করেন। সেই সাপের ছবি ফেসবুকে আপলোড করতেই ভাইরাল হয়েছে।
সর্প বিশেষজ্ঞদের মতে, এটি এক ধরনের কার্পেট পাইথন। এর বয়স মাত্র তিন মাস। নর্দার্ন টেরিটরি পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ-এর বিশেষজ্ঞদের মতে, জিনের গঠন ঠিক না হওয়ার জন্যই ওই তৃতীয় চোখ।
তবে সাপটির তিনটি চোখই কার্যকর ছিল বলে বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে উদ্ধার হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই মারা যায় সাপটি। মারা যাওয়ার আগে সাপটি খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল বলে বন্যপ্রাণ সংরক্ষণের অফিসাররা জানিয়েছেন।
সেখানকার এক কর্মকর্তা রে ছাট্টো বলেছেন, “অঙ্গ বিকৃতি নিয়েও বনের মধ্যেই জীবনযুদ্ধ চালাচ্ছিল সাপটি। কিন্তু মারা যাওয়ার আগে খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিল।”
এসএইচ-০৮/০৩/১৯ (অনলাইন ডেস্ক)