ঘূর্ণিঝড়ে জন্ম নেওয়ায় নাম হলো ‘ফণী’

ঘূর্ণিঝড় ‘ফণী’র তাণ্ডবে এখন পর্যন্ত ভারতের ওড়িশার বিভিন্ন অঞ্চলে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ আঘাত হানে ফণী।

এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির অধিকাংশ এলাকা। এই দুর্যোগের মধ্যেই জন্ম নেওয়া এক শিশু কন্যা। ঘূর্ণিঝড় ‘ফণী’ চলাকালীন শিশুটি জন্ম নেওয়ায় তার নাম রাখা হলো ফণী।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের ওডিশার রাজধানী ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে শুক্রবার বেলা ১১ টা ৩ মিনিটে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় শিশুটি। শিশুটির মা (৩২) মঞ্চেশ্বর রেলওয়ের কোচ মেরামত ওয়ার্কশপের কর্মচারী। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ রকম ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও ঘূর্ণিঝড়ের সময় জন্ম নেওয়া শিশুর নাম ঘূর্ণিঝড়ের নামে রাখার নজির রয়েছে। তাই শিশু কন্যাটির নাম রাখা হলো ‘ফণী’। গত বছর ওড়িশাতেই আঘাত হানা ঘূর্ণিঝড় তিতলির সময় জন্ম নেওয়া বেশ কয়েকটি নবজাতকের নাম রাখা হয় ‘তিতলি’।

২০১৬ সালে বিহারের ভোজপুরে ভয়াবহ বন্যার সময় ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সহায়তার কথা স্মরণে রেখে এক নবজাতকের নাম রাখা হয়েছিল ‘এনডিআরএফ সিং’।

এসএইচ-৩০/০৩/১৯ (অনলাইন ডেস্ক)