ভোট চাইতে গিয়ে থাপ্পড় খেলেন কেজরিওয়াল

সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করেছে বিজেপি। আরও নানা রকম অপরাধমূলক অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

সেই রেশ কাটতে না কাটতেই এবার ভোট প্রচারে বেরিয়ে চড় খেতে হল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

বৃহস্পতিবার নয়াদিল্লির মতি নগর এলাকায় একটি হুড খোলা গাড়িতে ভোট প্রচারে বেরিয়েছিলেন কেজরিওয়াল। সেখানে তিনি এ চড় খেলেন।

জানা গেছে, ভোট প্রচারের গাড়ি যখন ধীরেধীরে এগোচ্ছে, তখনই আচমকা গাড়িতে উঠে পড়েন এক ব্যক্তি। আর চোখের পলক ফেলার আগেই কেজরিওয়ালকে কষে চড় মারেন তিনি। অবশ্য সঙ্গে সঙ্গেই তাঁকে ধরে ফেলেন আম আদমি পার্টির কর্মীরা। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে একাধিকবার কেজরিওয়ালকে লক্ষ্য করে চড়, জুতো ছোড়া, কালি ছোড়ার মতো ঘটনা ঘটেছে। এরপর আবার আক্রমণের নিশানায় কেজরিওয়াল।

গত দিনকয়েক আগে সদ্য কংগ্রেসে আসা হার্দিক প্যাটেলও চড় খেয়েছিলেন এক ব্যক্তির কাছ থেকে।

এদিকে, এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিজেপির ষড়যন্ত্র দেখছেন আম আদমির নেতারা। তাঁদের দাবি, এসব করে ভোটে জিততে পারবে না বিজেপি।

এসএইচ-২৬/০৪/১৯ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : এনডিটিভি)