স্ত্রী মারা গেছেন ২০১৬ সালে। একমাত্র মেয়ে থাকেন বিদেশে। সে সুযোগে ২ বছর ধরে একের পর নাবালিকার ওপর নিজের বাড়িতেই যৌন নির্যাতন চালিয়েছেন এক বৃদ্ধ।
বিপত্নীক ওই বৃদ্ধের এই জঘণ্য কাণ্ড ঘুণাক্ষরেও টের পায়নি প্রতিবেশীরা। এক সিসি ক্যামেরা মেকানিক সিসি ক্যামেরা ঠিক করতে এসে এই ছবিগুলি দেখতে পান। তিনিই পুলিশে সবকিছু জানান।
ভারতের মেরঠের সম্ভ্রান্ত নির্বিরোধী এক বৃদ্ধের ঘরে এই কাণ্ডের কথা জানতে পেরে হতবাক প্রতিবেশীরা। দেহ ব্যবসার কোনো চক্র, যারা জোর করে নাবালিকাদের এই কাজে নামায়, সেই রকমই কারোর কাছ থেকে মেয়েগুলিকে আনা হত বলে মনে করছে পুলিশ। আক্রান্ত কিশোরীদের খোঁজ চালানো হচ্ছে।
সব সামনে আসার পর মেরঠের জাগৃতি বিহারের বাসিন্দা বিমল চন্দকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, এক সিসিটিভি টেকনিশিয়ার সিসিটিভি সারাতে এসে এই ছবিগুলি দেখতে পান।
তিনিই পুলিশকে সবকিছু জানান। ২০১৬ সালে স্ত্রী মারা যায় বিমল চন্দের। তার একমাত্র মেয়ে বিদেশে থাকে। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে নিজেদের বিকৃত যৌন লালসার শিকার একের পর কিশোরীকে বানিয়ে গিয়েছে বিমল।
এসএইচ-২৪/০৫/১৯ (অনলাইন ডেস্ক)