চঞ্চল শিশুদের এক্সরে করার দরকার হলে কী করবেন? ধরে রাখবেন যাতে নড়াচড়া করতে না পারে। একটু বড় হলে বুঝিয়ে স্থির থাকতে বলবেন।
কিন্তু এতে কাজ না হলে কী করবেন? এক অদ্ভুত সমাধানের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
টুইটারে শিশুদের এক্সরে করার যে ছবি পোস্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি স্বচ্ছ টিউবের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে শিশুদের। পিছনে রয়েছে এক্সরে যন্ত্র।
শিশুরা যাতে নড়তে না পারে তার জন্য হাত দুটিকে ওপরের দিকে করে টিউবে রাখা হয়েছে তাদের। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই প্রায় এক লাখ শেয়ার হয়েছে। চার লাখ লাইক পেয়েছে।
তবে ছবি দেখেই বোঝা যাচ্ছে এতে মোটেই খুশি হয়নি শিশুরা। তাদের কোনও ক্ষতি হবে না বলেও জানানো হয়েছে।
এসএইচ-০৭/০৬/১৯ (অনলাইন ডেস্ক)