যত দিন যাচ্ছে বর্বরতার নিকশ কালো অন্ধকারে নিমজ্জিত হচ্ছে সমাজ। সম্প্রতি ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরে ঘটে যাওয়া নির্মম ধষর্ণের ঘটনা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সমাজে বসবাসকারী মানুষ কতটা নক্কারজনক হয়ে উঠছে।
মোবাইলে পর্নোগ্রাফি দেখিয়ে ৮ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল তিন নাবালকের বিরুদ্ধে। তাদের বয়স ৮, ১০ এবং ১২ বছর।
জানা গেছে, নাবালিকা মেয়েটি ওই ৩ নাবালকের প্রতিবেশী। দিন কয়েক আগে তারা একসঙ্গে খেলছিল। সেই সময় ওই বালিকসহ অন্য দুইজনকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় ১২ বছরের অভিযুক্ত। সেখানে সে মোবাইলের পর্নোগ্রাফি দেখিয়ে বালিকাকে ধর্ষণ করে।
বাড়ি ফিরে মাকে পেটে যন্ত্রণার কথা জানায় নাবালিকা। চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। তারপরই শ্রীগঙ্গানগর মহিলা পুলিশ স্টেশনে অভিযোগ জানান নাবালিকার মা। বালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই তিন নাবালককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, আদালতে পেশ করার পর তিন বালককে জুভেনাইল রিফর্ম হোমে রাখা হয়েছে। প্রাথমিক পুলিশি তদন্তে জানা গেছে অভিযুক্ত ৩ জনই সদর পুলিশ স্টেশন এলাকার বাসিন্দা।
তাদের মধ্যে একজন পর্নোগ্রাফিতে আসক্ত। সেই নাবালকই আরও দুইজন বন্ধুকে প্রলোভিত করে মেয়েটির উপর অত্যাচার চালায়।
এসএইচ-১২/০৬/১৯ (অনলাইন ডেস্ক)