মডেলরা ডিজাইনারদের নিত্য নতুন সৃষ্টি ক্যাটওয়াকের মাধ্যমে তুলে ধরেন ফ্যাশন শো’তে। তাই পোশাকের পাশাপাশি ফ্যাশন শোয়ের আকর্ষণের কেন্দ্রে থাকেন মডেলরাও। তাঁদের ক্যাটওয়াক সেই ফ্যাশন শো’তে অন্য মাত্রা যোগ করে।
মরক্কোয় আয়োজিত ক্রিশ্চিয়ান ডায়র ফ্যাশন শো’তে ব্যাপারটা অনেকটা এ রকমই ছিল। কিন্তু সেই শো চলার সময় সেই সব কিছুকে ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রে চলে এল একটি বিড়াল।
মডেলদের ক্যাটওয়াকের মধ্যেই সত্যিকারের ‘ক্যাট’র ওয়াক নিয়ে তুমুল শোরগোল পড়ে যায় ওই ফ্যাশন শো’তে। শো চলাকালীনই র্যাম্পে ঢুকে পড়ে ওই বিড়াল। তারপর গুটি গুটি পায়ে নিজের মতো এগিয়ে চলতে সে।
সেই সময় র্যাম্পে সার দিয়ে হাঁটছিলেন মডেলরা। তাঁদের মধ্যে দিয়েই রাজকীয় ভঙ্গিতে হেঁটে জনতার মধ্যে ঢুকে যায় বিড়ালটি।
র্যাম্পে বিড়াল ঢুকে পড়ার সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। অল্প সময়ের জন্য র্যাম্পে বিড়ালের ‘ক্যাটওয়াক’ নিয়ে হাসি ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা।
https://youtu.be/0muR8cbztZs
এসএইচ-১৭/০৬/১৯ (অনলাইন ডেস্ক)