পরীক্ষা কঠিন হওয়ায় আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী!

শিক্ষার্থীদের কাছে পরীক্ষার প্রশ্নপত্র কঠিন মনে হওয়া নতুন কিছু নয়। তবে এটিকে নতুন মাত্রা দিয়েছে জার্মানির হাজার হাজার শিক্ষার্থী। গণিত পরীক্ষা কঠিন হওয়ায় আন্দোলন শুরু করেছেন তারা।

জার্মান গণমাধ্যম জানিয়েছে, ৬০ হাজারের বেশি শিক্ষার্থী এ নিয়ে পিটিশনে স্বাক্ষর করেছেন।

সোমবার সকালে শুধু জার্মানির বেভারিয়া প্রদেশেই ৫৫ হাজারের বেশি শিক্ষার্থী সংস্কৃতি মন্ত্রণালয়ে পিটিশন করেন। এছাড়া হামবুর্গ শহরসহ জার্মানির বেশ কয়েকটি প্রদেশের হাজার হাজার শিক্ষার্থী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গণিত পরীক্ষার প্রশ্ন যাচাই করতে বলেছেন এবং স্কোরিং সিস্টেম পুনর্গঠনের আহ্বান জানিয়েছে।

বেভারিয়ার শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী বলেছেন, তারা বিষয়টি গুরত্বসহকারে দেখছেন এবং সতর্কতার সঙ্গেই প্রশ্নপত্র যাছাই করা হবে। এ বিষয়ে তিনি বিশেষজ্ঞ ও শিক্ষকদের সঙ্গেও কথা বলবেন বলে জানান।

গত শুক্রবার গণিতের ওই পরীক্ষাটি হয়েছিল। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষায় এত বেশি প্রশ্ন করা হয়েছে যার উত্তর নির্ধারিত সময়ের মধ্যে দেয়া সম্ভব না।

এসএইচ-২০/০৮/১৯ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র: দ্য লোকাল)