সেহেরির সময় জাগাতে যুদ্ধবিমান!

ইন্দোনেশিয়ার বিমান বাহিনী ঘোষণা দিয়েছে, রমজান মাসে সেহরি খাওয়ার জন্য রোজাদারদের জাগানোর যে ঐতিহ্য তাতে অংশ নেবে তারা। এ জন্য তারা ব্যবহার করবে যুদ্ধবিমান।

বুধবার এ খবর প্রকাশ করেছে জাকার্তা পোস্ট।

নিজেদের টুইটার অ্যাকাউন্টে ইন্দোনেশিয়ার বিমান বাহিনী জানায়, পূর্ব জাভার সুরাভায়া, মধ্য জাভার সুরাকার্তা, স্রাগেনসহ জাভা দ্বীপের বেশ কয়েকটি শহরে এ কর্মসূচি পরিচালনা করবে তারা।

বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল সুস এম. ইউরিস বিষয়টি নিশ্চিত করেছেন।

সেহেরির সময় যুদ্ধবিমানগুলো শব্দ করে নিচ দিয়ে উড়ে যাবে।

এসএইচ-১৬/১০/১৯ (অনলাইন ডেস্ক)