মাঝ আকাশে প্রাণ গেল যাত্রীর

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালার তিরুঅনন্তপুরম থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের ভেতরেই প্রাণ গেল এক যাত্রীর। যে কারণে জরুরি অবতরণ করেছে শারজাহগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৯৬৭-এর একটি ফ্লাইট।

মঙ্গলবার রাতে উড্ডয়নের কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হন বিমানের এক যাত্রী। তাকে বাঁচানোর জন্য যথাসম্ভব চেষ্টা করেন এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৯৬৭-এর কর্মীরা।

পরিস্থিতি বেগতিক বুঝে বিমানচালক জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তড়িঘড়ি তিরুঅনন্তপুরমের বিমানবন্দরেই ফিরে আসে বিমানটি। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি ওই যাত্রীকে।

গত ১৯ মে একই ধরনের ঘটনা ঘটেছিল এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমানে। রাজধানী নয়াদিল্লি থেকে মাসকাট যাওয়ার পথে উড্ডয়নের কিছুক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হন ওই বিমানের ৩৩ বছর বয়সী এক যাত্রী।

তাকে বাঁচাতে বিমানটি জামনগর এয়ার ফোর্স ঘাঁটিতে জরুরি ভিত্তিতে অবতরণ করে।

এসএইচ-০৮/০৫/১৯ (অনলাইন ডেস্ক)