ইন্টারনেটে এবার একটি শিশু ও তার পোষা কুকুরের ১৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ১৬ জুন প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, বল কুড়িয়ে আনতে পানিতে নামছিল শিশুটি।
সঙ্গে সঙ্গেই কুকুরটি দৌড়ে গিয়ে শিশুটির জামা টেনে ধরে পানি থেকে দূরে নিয়ে আসে। এরপর পানিতে নেমেই নিজেই বলটি কুড়িয়ে আনে।
এরই মধ্যে ভিডিওটি ৪৮ লাখেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিওটি যিনি ক্যামেরাবন্দি করেছেন, তিনি সম্ভবত জানতেন কী হতে পারে এই পরিস্থিতিতে।
তাই শিশুটি পানির কাছে চলে গেলেও তিনি কাছে দাঁড়িয়ে সেটি ভিডিও রেকর্ডিং করছিলেন। শিশুটিকে আটকানোর চেষ্টা করেননি।
কারণ তিনি হয়তো আগে থেকেই জানতেন শিশুটি পানির কাছে গেলেই পোষ্যটি আটকে দেওয়ার চেষ্টা করবে।
https://youtu.be/g_zR32hwGDA
এসএইচ-০৯/১৯/১৯ (অনলাইন ডেস্ক)