রাস্তায় ভবঘুরে কুমিরের হানা!

কুমিরটিকে বড় বললে ভুল হবে, এটি আসলে অতিকায়! লম্বায় ১২ ফুট, ওজনে ২১০ কেজি। মাঝরাতে ঘুরে বেড়াচ্ছিল ফ্লোরিডার ব্যস্ত মহাসড়কে। কি আর করা! বাধ্য হয়ে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হল গাড়ি চলাচলও।

সিবিএস মিয়ামির খবরে বলা হয়, মনরিও স্ট্রিট হঠাৎ করেই কুমিরটিকে দেখা যায়। এটির নিরাপত্তার জন্য রাস্তাটি বন্ধ থাকে।

পরবর্তীতে ছোটখাটো একটি ট্রাকে করে কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লোরিডার রাস্তা, পার্কে এমনকি বাড়িতেও কুমিরের দেখা মিললেও এত বড় কুমির সচরাচর তাদের চোখে পড়েনা।

পথ হারিয়ে লোকালয়ে এসে খুব যে সুবিধা হয়েছে কুমিরটির তা বলা যাবেনা। এটি মাথায় আঘাত পেয়েছে। দেওয়া হয়েছে চেতনানাশক।

ফ্লোরিডার ফিশ অ্যান্ড ওয়াইল্ড-লাইফ কনজারভেটিভ কমিশন জানায়, জুনের এই সময়টাতে কুমিরের প্রজনন সময়। তাই তারা সঙ্গী খুঁজতে প্রায়ই আবাস্থল ছেড়ে আসে।

এসএইচ-১৪/২১/১৯ (অনলাইন ডেস্ক)