পঞ্চায়েত নির্বাচনে লড়তে গেলে প্রার্থীদের অবশ্যই দু’টি শর্ত মানতেই হবে। প্রথমত, প্রার্থীর দু’টির বেশি সন্তান থাকা চলবে না। দ্বিতীয়ত, প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সম্প্রতি এমনই একটি বিল পাস হয়েছে ভারতের উত্তরাখন্ডের বিধানসভায়।
উত্তরাখণ্ড পঞ্চায়েতি রাজ (সংশোধনী) বিল ২০১৯ রাজ্য বিধানসভায় আনা হয় মঙ্গলবার।
বিরোধীদের প্রতিবাদ সত্বেও তা ভোটে পাস হয়ে যায়। এবার শুধুমাত্র রাজ্যপালের সাক্ষরের অপেক্ষা। সাক্ষর হয়ে গেলেই আইনে পরিণত হবে বিলটি।
ওই বিলে কি আছে? পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে গেল দু’টির বেশি সন্তান থাকলে চলবে না। পুরুষ প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস।
মহিলা ও তপসিলি জাতি ও উপজাতির পুরুষ প্রার্থীর ক্ষেত্রে প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। তপসিলি মহিলাদের ক্ষেত্রে প্রার্থীকে পঞ্চম শ্রেণি পাস হতে হবে।
এসএইচ-১৫/২৭/১৯ (অনলাইন ডেস্ক)