লিফট থেকে বেরিয়ে এক হাতে শিশু সন্তানকে ধরে অন্য হাতে মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন মা। কথা বলতে বলতে বাচ্চার হাত ছেড়ে দিয়েছিলেন তিনি। আর তাতেই ঘটল বিপত্তি।
মায়ের অন্যমস্কতার সুযোগে শিশুটি সামনের দিকে এগিয়ে যায়। এরপরেই সামনের রেলিং দিয়ে পড়ে যায় শিশুটি।
সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কলম্বিয়ার ম্যাডেলিনে এই ঘটনা ঘটেছে।
ওই ভিডিওটিতে দেখা গেছে, একটি শিশুকে নিয়ে লিফট থেকে বেরিয়ে এলেন এক নারী। লিফট থেকে বেরিয়েই তিনি ফোনে কথা বলতে শুরু করেন আর শিশুটি নিজের মতো ঘোরাফেরা করছিল।
হঠাৎ সামনের দিকে এগিয়ে যায় শিশুটি। এরপরেই রেলিংয়ের ফাক দিয়ে পড়ে যায় সে। অবশ্য নিচে পড়ে যাওয়ার আগেই ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে ধরে ফেলেন তার মা।
https://youtu.be/21IAY-NtNrA
এসএইচ-১২/৩০/১৯ (অনলাইন ডেস্ক)