ভূমিকম্পে স্মার্টফোন বাঁচাতে ব্যস্ত তিনি

ভূমিকম্প হচ্ছে। সবাই যার যার জীবন বাঁচাতে ব্যস্ত। কিন্তু এই নারী নিজের স্মার্টফোনটি বাঁচাতে মরিয়া। ঘটনাটি গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘটে।

এ ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভূমিকম্পের সময় বাড়ি থেকে বেরিয়ে সুইমিংপুলের ধারে এলেন ওই নারী। তীব্র ভূমিকম্পের জেরে ঢেউয়ের মতো তখন উপরে উঠছে সুইমিংপুলের পানি। সেই পানির তোড়ে ওই নারীর অবস্থা বেশ টালমাটাল।

তার শরীরের পোশাক ঠিকঠাক থাকছে না। এমনকি তার শরীরের পোশাকটি খুলেও যায়।

কিন্তু সেদিকে তার খেয়াল নেই। তবে হাতের ফোনটিকে পানির তোড় থেকে ঠিকই বাঁচিয়ে রেখেছেন তিনি।

পানির তোড় আরও বাড়লে ফোনটি বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়ে ওই নারীর পক্ষে। তখন তার স্বামী এসে তাকে উদ্ধার করেন।

এসএইচ-০৫/১৪/১৯ (অনলাইন ডেস্ক)