খাঁচার বাইরে শিম্পাঞ্জীর দাপট! (ভিডিও)

খাঁচায় বসে প্রতিদিনের মতো ফল খাচ্ছিল ইয়াং ইয়াং। হঠাৎ নজর গেল খাঁচার পাশে ঝুলে থাকা বাঁশ গাছের দিকে। অমনি মাথায় দুষ্টু বুদ্ধি। বাঁশ ধরে উঠে লাফ দিয়ে খাঁচার বাইরে।

তারপর গোটা চিড়িয়াখানা জুড়ে ঘুরে বেড়াতে লাগল ইয়াং ইয়াং। ভাবছেন ইয়াং ইয়াং কে? ইয়াং ইয়াং হল একজন ১২ বছর বয়সী পুরুষ শিম্পাঞ্জী। চীনের হেইফেই ওয়াইল্ড লাইফ পার্কের বাসিন্দা সে।

গতকাল রবিবার এক ঘেয়ে খাঁচার জীবন ছেড়ে এমনই অ্যাডভেঞ্চারে বেড়িয়ে পড়ল ইয়াং ইয়াং। পার্কের দর্শকদের মধ্যে তখন হুলুস্থুল কাণ্ড। শিম্পাঞ্জী পাকড়াও করতে ছুটে আসেন চিড়িয়াখানার কর্মীরা। তবে বিশেষ সুবিধা করে উঠতে পারেননি তারা।

এক কর্মী ধরতে এলে কুংফু কায়দায় তার বুকে লাথি চালায় ইয়াং ইয়াং। অবস্থা বেগতিক বুঝে ট্রাঙ্কুইলাইজার বন্দুক দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয় তাকে। তারপর খাঁচার মধ্যে ফের ফেরানো হয় ইয়াং ইয়াংকে।

শিম্পাঞ্জীর এমন বাঁদরামি ধরা পড়েছে চিড়িয়াখানার সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শিপাঞ্জির লাথির চোটে প্রথমটায় থতমত খেয়ে গেলেও তেমন আহত হননি ওই কর্মী। তবে এবার থেকে খাঁচায় নিরাপত্তা বাড়াতে হবে, উপলব্ধি তার।

এসএইচ-২১/১৫/১৯ (অনলাইন ডেস্ক)