চালক ছাড়াই স্কুটি চলছে! (ভিডিও)

পৃথিবীতে এমন হাজারো ঘটনা আছে, যেগুলোর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি। আর তখনই দ্বিধা বাড়ে তাহলে কী সত্যি ভূত বলে কিছু আছে? পৃথিবীর নানা প্রান্তের উপকথা, গল্প এবং জনপ্রিয় সংস্কৃতিতে ভূতের উল্লেখ।

ভূত আছে কী নেই, সেই নিয়ে আলোচনা, সমালোচনা, তর্ক-বিতর্ক কম হয় না। একাংশ যেমন বলেন, আত্মা বলে কিছু নেই, তেমনি অনেকেরই দাবি, আত্মা আছে বৈকি! তবে, সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও রীতিমতো প্রশ্ন তুলল, ভূত কি সত্যিই নেই? কিংবা আত্মা?

ঘটনাটি হলো- চালক ছাড়াই দিব্যি চলছে একটি স্কুটি। আর ভূতুড়ে এই দৃশ্য ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়।

ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় স্কুটি রেখে গেয়েছেন। কিছুক্ষণ পরই দেখা যায় স্কুটি চালক ছাড়াই রাস্তার উপর চক্কর দিচ্ছে। ভূতুড়ে সেই ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় সবার একটাই প্রশ্ন ? কীভাবে চলছে স্কুটারটি ? তবে এর স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, চীনের হেনান প্রদেশে ঘটনা এটি।

যে লোকটি স্কুটির মালিক তিনি জানান, এর আগে কখনও এমনটা ঘটতে দেখেননি তিনি। যান্ত্রিক গোলযোগের কারণে এমনটি হতে পারে বলে তার ধারণা।

এসএইচ-১৫/১০/১৯ (অনলাইন ডেস্ক)