গাছ খাওয়ায় ছাগলের জরিমানা!

ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে এরকম প্রবাদ হয়তো আমরা জানি। কিন্তু এবার ছাগলে গাছ খেয়ে পড়েছে বিপদে।

গাছ খাওয়ায় শেষ পর্যন্ত গুনতে হয়েছে জরিমানা। এ ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানার হুজুরাবাদ শহরে।

জানা যায়, ‘সেভ দ্য ট্রিজ’ নামে একটি সংস্থা গাছ লাগিয়ে ছিলো কিন্তু এই ছাগল দুটি ৯০০টি গাছের মধ্য়ে ২৫০টি খেয়ে ফেলে। ফলে বাধ্য হয়েই ছাগল দুটিকে থানায় নিয়ে লিখিত অভিযোগ করে সংস্থার কর্মকর্তা।

এরপর ছাগলদের মালিককে থানায় ডাকা হয়। ১০০০ টাকা জরিমানা দিয়ে তবে তিনি ছাড়া পান।

এর সঙ্গে তাকে লিখিত দিতে হয়, যে ছাগলগুলোকে উনি এভাবে ঘোরাঘুরি করতে দেবেন না। হয় বাড়িতে, নয় শহরের বাইরে খাওয়াতে নিয়ে যাবেন। এই মুচলেকার পরই অব্যাহতি পান ছাগলদুটি ও তাদের মালিক!

এসএইচ-০৯/১৭/১৯ (অনলাইন ডেস্ক)