বেঙ্গালুরুতে আলেম কি ফতোয়া দিলেন?

ভারতের ব্যাঙ্গালুরুতে এক দম্পতির বাইক আটকিয়ে ফতোয়া জারির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

বেঙ্গালুরুর এইচএসআর লেআউট এলাকায় এই ঘটনা ঘটে। তরুণীর সঙ্গে থাকা পুরুষ সঙ্গী পুরো ঘটনাটি ভিডিও করেন। পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই আলেম চেচামেচি শুরু করেন এবং বলেন তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা করেছেন বাইকে আরোহণ করা ব্যক্তি।

এক পর্যায়ে ওই ব্যক্তি বচসায় জড়িয়ে পড়েছেন বাইক আরোহী সঙ্গে। বারবার চিৎকার করে বলছেন সঠিক জামা কাপড় না পড়লে, রাস্তায় বেরোনো উচিত নয় কোনও মেয়ের। বিশেষত, ভারতীয় সংস্কৃতি অবশ্যই মেনে চলা উচিত পোশাক আশাকের ক্ষেত্রে।

ওই দম্পতি বেঙ্গালুরুর বাসিন্দা। তরুণীর বান্ধবী সিমরন কাপুর এই ভিডিও আপলোড করেন। গোটা ঘটনার বর্ণনাও দেন।
তিনি জানান যে, ওই ব্যক্তি অসভ্য আচরণ করেছে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না। কিন্তু যেভাবে ওই দম্পতির ওপর চড়াও হন, তাতে বেশ আতঙ্কিত সাধারণ মানুষ।বেঙ্গালুরুতে নিরাপত্তা কোথায়, প্রশ্ন তুলেছে তারা।

এর আগে পোশাক বিধি নিয়ে সরব হতে দেখা গিয়েছে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীকে। সে সময় তিনি বলেছিলেন, পশ্চিমী পোশাক ভারতের জন্য উপযুক্ত নয়।তার এই মন্তব্যকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে। এই বিজেপি নেতা জানিয়েছিলেন দলের নেতা মন্ত্রীদের ক্ষেত্রে পশ্চিমী পোশাক নিষিদ্ধ হওয়া উচিত।

এসএইচ-১৪/০৭/১৯ (অনলাইন ডেস্ক)