মুসলিম নারীর তুর্কি চিত্রকর্ম ৬৩ লাখ পাউন্ডে বিক্রি

পবিত্র কুরআন তেলাওয়াতরত এক মুসলিম নারীর তুর্কি চিত্রকর্ম রেকর্ড দামে বিক্রি হয়েছে। উসমানি চিত্রশিল্পী উসমান হামদি বের আঁকা ওই চিত্রকর্মটি ৬৩ লাখ ব্রিটিশ পাউন্ড মূল্যে বিক্রি হয়েছে।

নিলামের শুরুতে কেউ ধারণা করেনি যে, চিত্রটি এতো দামে বিক্রি হবে। অথচ সবার ধারণা পাল্টে রেকর্ডদামে এটি বিক্রি হলো।

গত ২৮ সেপ্টেম্বর লন্ডনের বনহামসে এক নিলামে এটি বিক্রি হয়। ১৮৮০ সালে আঁকা এই চিত্রটি বিখ্যাত তুর্কি ক্যালিওগ্রাফার উসমান হামদি বের একটি অনন্য শিল্পকর্ম।

১৩৯ বছরের পুরনো ওই চিত্রে এক নারী কুরআন পড়ার দৃশ্য রয়েছে। কাপড়ের ক্যানভাসে উসমান হামদি ওই ছবিটি আঁকেন। তার এ চিত্রটিতে মুসলিম নারীর এক স্বতন্ত্র্যরূপ প্রকাশ পায়।

প্রাচুর্যতার মাঝে থেকেও আল্লাহ তায়ালাকে পাওয়ার নিরন্তর সাধনার অনন্য বৈশিষ্ট্য ফুঁটে উঠে তার এ অংকনে।

৪১.১ বাই ৫১ সেন্টিমিটার আয়তনের ক্যানভাসের ওপর তেল রঙে অঙ্কিত এই চিত্রকর্মটিতে তৎকালীন উসমানি সাম্রাজ্যের নাগরিকদের ঘরের অভ্যন্তরীণ চিত্র ফুটে ওঠে। এর মাধ্যমে তুর্কি ইসলামি সংস্কৃতিকে ফুঁটিয়ে তোলা হয়েছে।

এসএইচ-১২/০৯/১৯ (অনলাইন ডেস্ক)