মেয়রকে ট্রাকের সঙ্গে বেঁধে শাস্তি দিল স্থানীয় জনতা (ভিডিও)

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা না করায় মেয়রকে মেয়রকে দড়ি দিয়ে ট্রাকের সঙ্গে বেঁধে ঘুরানোর ঘটনা ঘটেছে মেক্সিকোতে। সেই মেয়রের নাম জর্জ লুইস এসকান্দন হারনানদেজ। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের ওই মেয়রকে তার কার্যালয় থেকে বের করে এনে একটি পিকআপ ট্রাকের সঙ্গে দড়ি বেঁধে টেনে হেচড়ে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে। মেয়র জানিয়েছেন, এই ঘটনায় তিনি অপহরণ এবং হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করবেন।

কৃষকদের হাতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আক্রমণের শিকার হলেন মেয়র। এর আগেও তার ওপর আক্রমণ করেছিল ক্ষুব্ধ কৃষকরা।

স্থানীয় একটি রাস্তা ঠিক করে দেবেন বলে নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু তা পূরণে ব্যর্থ হওয়ায় এমন বিপদে পড়তে হয়েছে তাকে।

এসএইচ-০৬/১০/১৯ (অনলাইন ডেস্ক)