বাবা-মায়ের লড়াইয়ে প্রাণ গেল ৫ মাসের শিশুর

বাবা-মায়ের মধ্যে তীব্র লড়াইয়ে প্রাণ গেল পাঁচ মাসের শিশুর। ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলীয় কোন্দলী এলাকায় ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, বাবা-মা ঝগড়া করার সময় আহত হয় ওই শিশুটি। পরে শিশুটির মৃত্যু হয়।

পুলিশ বলছে, রোববার দীপ্তি (২৯) এবং তার স্বামী সত্যজিতের (৩২) মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। সে সময় একটি লাঠি নিয়ে দীপ্তিকে এলোপাতাড়ি পেটাতে থাকেন সত্যজিৎ।

স্ত্রীকে মারধরের সময় দুর্ঘটনাবশত তাদের পাঁচ মাস বয়সী শিশুর মাথায় লাঠির আঘাত লাগে। তারপরেই শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয় তার বাবা-মা। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই শিশুটি বমি করতে থাকে। পরে দীপ্তি তার সন্তানকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের পর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, মস্তিষ্কে রক্ত জমাট বাধার কারণেই তার মৃত্যু হয়েছে।

এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই শিশুটির বাবা পলাতক রয়েছে।

এসএইচ-১৭/১০/১৯ (অনলাইন ডেস্ক)