বাদশাহ সালমানকে বাজপাখি উপহার

বাজপাখি সৌদি রাজপরিবারে বরাবরই সমাদৃত হয়ে আসছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তাই সৌদি আরব সফরে বাদশাহ সালমানকে রাশিয়ার বিখ্যাত ‘গিরফ্যালকন’ প্রজাতির একটি বাজপাখি উপহার দিলেন।

সৌদি রাজপ্রাসাদে মেয়ে বাজপাখিটিকে দেখে অনেকে খুশি হন। বাজপাখিটির নাম ‘আলফা’। রুশ প্রেসিডেন্ট পুতিনকে একটি চিত্রকলা উপহার দেন সৌদি বাদশাহ সালমান।

পাখিটির নতুন মালিক সৌদি বাদশাহ চাইলে এর নাম পরিবর্তন করতে পারেন। বাজপাখিটিকে যখন রাজপ্রাসাদে বুঝিয়ে দেয়া হয় তখন তার চোখ আবদ্ধ থাকলেও একাধিক ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে সে কিছুটা ঘাবড়ে যায়।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাজপাখি পোষা, তা দিয়ে শিকার করা এক প্রিয় ঐতিহ্যবাহী রীতি। বিশেষ করে সৌদি রাজপরিবারে বাজপাখি খুবই সমাদৃত হয়ে থাকে। সৌদি নাগরিকদের অনেকে বেশ গুরুত্ব দিয়ে বাজপাখি লালন পালন করে থাকেন।

একবার রাশিয়া থেকে একটি ফ্লাইটে এক সৌদি যুবরাজ তার ৮০টি বাজপাখির জন্যে রীতিমত টিকিট ক্রয় করেন। এসব পাখির দুটি চোরাচালানীদের হাতে চলে গেলে তা নিয়ে বেশ হৈ চৈ হয়।

এসএইচ-১৭/১৫/১৯ (অনলাইন ডেস্ক)