গাছে আগুনের অলৌকিক ঘটনা

লবণের দাম বৃদ্ধির গুজব শেষ হতে না হতে এবার নতুন গুজব শুরু হয়েছে ‘গাছে আগুনের অলৌকিক ঘটনা’। শুক্রবার কুমিল্লার লালমাইয়ে গাছে আগুন লাগিয়ে ‘অলৌকিক ঘটনা’ বলে গুজব ছড়ানো শুরু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, এটি অলৌকিক কোনো ঘটনা নয়। ইচ্ছাকৃতভাবে কেউ গাছের মধ্যে সৃষ্ট গর্তে আগুন লাগিয়ে অপপ্রচার চালাচ্ছে।

গাছে আগুনের ঘটনায় এক প্রত্যক্ষদর্শী যুবক আলমগীর হোসেন অপু। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘রাতে আগুনের খবর পেয়ে অন্যদের সঙ্গে আমিও ঘটনাস্থলে আসি। এসে দেখি একটি নিম গাছের মাঝখানে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে এটি আমি ফেসবুক লাইভে প্রচার করি। পরে খবর পেয়ে লাকসাম থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে পানি ঢেলে আগুন নেভায়।’

নিম গাছের মালিক বাগমারা বাজারের ব্যবসায়ী আমিনুল ইসলাম সওদাগর। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘কিভাবে গাছে আগুন লাগল তা আমি জানি না। তবে বিষয়টি এলাকার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়েছে।’

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইউব সংবাদমাধ্যমকে বলেন, ‘নিম গাছটির মাঝামাঝি অংশে কিছুটা জায়গা শুকনো এবং সেখানে ছোট একটি গর্ত আছে। ওই গর্তের মধ্যে কেউ আগুন ধরিয়ে দিলে সেখান থেকে ধোয়া বের হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেউ ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। এটি কোনো অলৌকিক ঘটনা নয়। বিষয়টি নিয়ে একটি মহল গুজব ছড়িয়েছে। গুজব ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে।’

এসএইচ-০৮/০১/১৯ (অনলাইন ডেস্ক)