ক্লাসে ইংরেজি পড়তে গিয়ে শিক্ষিকার বেহাল দশা (ভিডিও)

উচ্চ শিক্ষাতেও দক্ষ ইংরেজি ভাষার শিক্ষকের সংকট বেশ তীব্র।। ইংরেজি জানা শিক্ষক হয়তাে অনেক পাওয়া যাবে, কিন্তু ইংরেজি শেখানাের ক্ষমতাসম্পন্ন শিক্ষক?

এক কথায় বেশই অপ্রতুল।তিনি ইংরেজির শিক্ষিকা অথচ নিজেই ভাল মতো ইংরেজি পড়তে পারেন না। ইংরেজি পড়তে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভারতের উত্তরপ্রদেশের কানপুরের চাউরা গ্রামের একটি সরকারি বিদ্যালয় পরিদর্শনে যান উন্নাওয়েরে জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রে পাণ্ডে। তিনি সেখানে গিয়ে ইংরেজি শিক্ষিকাকে পড়তে বলেন। ইংরেজি পড়তে গিয়ে ওই শিক্ষিকা রীতিমতো থতমতো খেয়ে যান।

তার আগে ওই ম্যাজিস্ট্রেট অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ইংরেজি পাঠ্যবই বের করে পড়তে বললে আমতা আমতা করে পড়তে থাকেন। পরে ওই শ্রেণি কক্ষে উপস্থিত বিদ্যালয়টির ইংরেজির শিক্ষিকা রাজহকুমারীকে বইটি থেকে একটি অধ্যায় পড়তে বলা হয়। তিনিও ইংরেজি পড়তে গিয়ে বার বার হোঁচট খান।

পরে ওই শিক্ষিকা জানান, তিনি ভুল করে চশমা ফেলে এসেছেন। চশমা ছাড়া তিনি পড়তে পারেন না।

এদিকে, শিক্ষার এমন মান দেখে রাগান্বিত জেলা ম্যাজিস্ট্রেট ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এসএইচ-১৬/০১/১৯ (অনলাইন ডেস্ক)