চলন্ত ট্রেনে জন্ম নেওয়া নবজাতকের আজীবন ভ্রমণ ফ্রি

পেনশন ব্যবস্থা সংস্কার ও চাকরির বয়সসীমা বাড়ানোর প্রতিবাদে ধর্মঘটের সপ্তম দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে আরইআরডিতে চলমান ট্রেনেই সন্তান প্রসব করেন এক নারী।

বুধবার ফ্রান্সের রাজধানীর প্যারিসের উপকণ্ঠে ভিলেনিউভ-সেন্ট-জর্জেস স্টেশনে স্থানীয় সময় বিকাল ৫টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে ।

সেখানের গণমাধ্যম দ্যা লোকাল ফ্রান্স সূত্রে জানা যায়, প্যারিসের ‘গ্যার দ্যু লিয়ন’ স্টেশন থেকে আরইআরডিতে উঠেছিল ঐ নারী, ট্রেনটি স্টেশন ছেড়ে কিছুদূর যেতেই তার প্রসব বেদনা শুরু হয়।

এসময় আশেপাশে কোন স্টেশন না থাকায় ঐ নারীর পাশে দাঁড়ায় অন্য নারী যাত্রীরা এবং ট্রেনের স্টাফরা। পরে আরইআরডি ট্রেনটি প্যারিস থেকে ১৫.৫ কিলোমিটার দক্ষিণপূর্বের ভিলনেভ সেন্ট জজ স্টেশনে দ্রুত থামানো হয়।

সেখানে ফ্রান্স ফায়ার সার্ভিসের নারী সদস্যরা স্টেশনে নারীটিকে দ্রুত নামানো মাত্রই ভিলেনিউভ-সেন্ট-জর্জেস স্টেশনেই কন্যা শিশুর জন্ম দেয় এ নারী। নারীটি সন্তান জন্ম দেয়ার সাথে সাথে স্টেশনে ঐ নবজাতকের আজীবন ভ্রমণ ফ্রি ঘোষণা করা হয় এবং অভিনন্দন জানানো হয়।

এসএইচ-০২/২১/১৯ (অনলাইন ডেস্ক)