ঠান্ডা কমানোর জন্য ফ্যান চালাতে হবে!

প্রচন্ড শীতে কাঁপছে সারা দেশ। ঠান্ডার কারণে ভোগান্তি পোহাতে হয় কম-বেশি সবাইকেই। তবে এসব সমস্যার ক্ষেত্রে দ্রুত সমাধান পাওয়ার বেশ কিছু উপায়ও রয়েছে। শীত নিবারণ পোশাক পরি, ঘরে রুম হিটার রাখি, এমনকি গরম পানি ছাড়া অনেকেই গোসল করেন না। এছাড়া আরো কত কি! কিন্তু জানেন কি? শীতে ফ্যান চালালে ঠান্ডা কমে! – ডেইলি বাংলাদেশ

শীতে ফ্যান চালালে যে ঠান্ডা কমে, তা আমাদের কথা নয়। বিজ্ঞানীরাই বলছেন, গরম বায়ু সব সময় হালকা হয়। তাই ঘরের সিলিংয়ের কাছের বাতাস তুলনামূলক গরম থাকে।

সিলিং ফ্যান চালালে সেই বায়ু নিচে নেমে আসবে। আর এতে করে একটু হলেও ঠাণ্ডা কম লাগবে।

উলের পর্দা লাগিয়েও ঘর ঠাণ্ডা খানিকটা কমাতে পারেন। এছাড়া অন্য ঘরের তুলনায় রান্না ঘরটা গরম থাকে। যখন খুব ঠান্ডা থাকে রান্না তখন করলে পুরো ঘর গরম হয়ে যাবে।

তবে বিনা কারণে চুলা জ্বালিয়ে রাখবেন না। এতে করে জ্বালানি অপচয় ও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এসএইচ-০২/১২/২০ (অনলাইন ডেস্ক)