রাতের অন্ধকারে বাঘের হানা

রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাঘ।ভারতের হুগলির কোন্নগরে। এর আগে লালগড় এবং বাঁকুড়াতেও পড়েছিল বাঘের থাবা। কোন্নগরের বাদামতলায় গ্রিল কারখানার সিসিটিভি ফুটেজের ছবিতে বাঘের মতো দেখতে একটা জন্তুকে দেখা গিয়েছে।

রাতের অন্ধকারে হেঁটে চলেছে। হাঁটাচলা দেখলেই বুকের ভিতরটা কেঁপে উঠবে। দেখতে বাঘের মতোই। তবে আদৌ ওই জন্তুটি বাঘ কিনা, তা নিয়ে ধন্দ রয়েছে। বাঘের মতো দেখতে ওই জন্তুকে ঘিরে আতঙ্কের ছায়া কোন্নগড়জুড়ে। বাঘের আতঙ্ক রাতের ঘুম কেড়েছে কোন্নগড়বাসীর।

সোমবার সকাল থেকেই স্তব্ধ কোন্নগড়ের কানাইপুর গ্রাম। কার্যত গৃহবন্দি সাধারণ মানুষ। এলাকায় মরা গরুর দেহাংশ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ওই জন্তুর আক্রমণেই এই ঘটনা বলে দাবি স্থানীয়দের একাংশের।

চাষের জমিতে বাঘের পায়ের ছাপ মিলেছে বলেও দাবি করেছেন স্থানীয়দের একাংশ। বন দপ্তরকে খবর দেওয়ার প্রস্তাবও দিয়েছেন কেউ কেউ। স্থানীয় পঞ্চায়েতেও খবর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রিষড়া বাগখাল এলাকায় একটি বাঘরোল বা মেছোবিড়াল দুর্ঘটনায় মারা যায়। তার আকৃতি দেখে এলাকার বাসিন্দারা বাঘ ভেবে ভুল করেছিল। কানাইপুরের সিসিটিভি ফুটেজে ধরা পড়া জন্তুটি আদৌ বাঘ নাকি বাঘরোল তা নিয়েই ধোঁয়াশায় এলাকাবাসী।

এসএইচ-০৯/২১/২০ (অনলাইন ডেস্ক)