ক্যান্সারের চিকিৎসায় দুই সপ্তাহ দেরি

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের পরিবারের এক ব্যক্তির তৃতীয় পর্যায়ের প্যানক্রিয়েটিস ক্যান্সার ধরা পড়েছিল। পরিবারকে বলা হলো, তাৎক্ষণিক ওই ব্যক্তির চিকিৎসা শুরু হওয়া প্রয়োজন।

তবে চলতি মাসের শুরুতে নিউটন-ওয়েলেসি হাসপাতালে প্রথম অনকোলিজে অ্যাপয়েনমেন্ট পরিবারটিকে জানিয়ে দেয়া হয়, এখনই চিকিৎসা শুরু সম্ভব না। সার্জারি শুরু করতে দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।

কারণ? হাসপাতালে পর্যাপ্ত সার্জিকাল গাউন নেই! যুক্তরাষ্ট্রজুড়েই এ গাউনের সংকট তৈরি হয়েছে। দেশটিতে সার্জিকাল গাউন সরবরাহ করে কার্ডিনাল হেলথ।

তারা ক্রেতাদের জানিয়েছে, লেবেল থ্রির সার্জিকাল গাউন ব্যবহার এ মাসে বন্ধ রাখতে। কারণ কোম্পানি জানতে পেরেছে, এসব গাউন আইন দ্বারা নির্ধারিত উপযুক্ত পরিবেশে তৈরি হয় না।

তাছাড়া এগুলোর তৈরিকারক প্রতিষ্ঠান মার্কিন খাদ্য ও মাদক প্রশাসনে নিবন্ধিতও নয়।

এসএইচ-১৮/২৩/২০ (অনলাইন ডেস্ক)