খোঁজ পাওয়া গেল পিরামিডের চেয়েও পুরনো জলাধারের

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় আদিবাসীদের নির্মিত হাজার হাজার বছরের পুরনো বিশাল সংরক্ষিত জলাধারের খোঁজ পাওয়া গেছে।

সম্প্রতি প্রদেশটিতে দাবানলে বন উজাড় হয়ে জলাধারটি সবার নজরে আসে। গবেষকরা বলছেন, জলাধার কাঠামোর বয়স মিসরের পিরামিডের চেয়ে বেশি।

জলাধারটির কিছু অংশ যখন প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছিল গত জুলাই মাসে, তখন ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয়। দাবানলের ফলে জলাধারটি পূর্ণাঙ্গ প্রকাশ হয়ে পড়েছে।

এটি ঘাস, লতাপাতার নিচে ঢাকা অবস্থায় ছিল। আগে মনে করা হয়েছিল জলাধারটি ছোট ধরনের। কিন্তু এটা ধারণার চেয়ে বড়।

এর কাঠামো তৈরি হয়েছে বিশাল বিশাল পাথর দিয়ে। জলাধারটি আদিবাসীরা চলাচলের পথ এবং একই সঙ্গে মাছ চাষে ব্যবহার করত।

এসএইচ-১৩/২৪/২০ (অনলাইন ডেস্ক)