পিৎজার আকৃতি ৩৩৮ ফুট! (ভিডিও)

অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনভূমি পুড়ে গেছে দাবানলে। দেশটির নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া জুড়ে ১২০০ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা করতেই অস্ট্রেলিয়ায় ৩৩৮ ফুটের দানব আকৃতির একটি পিৎজা বানিয়ে সবাইকে তাক লাগিয়েছেন দেশটির সিডনি শহরে একটি রেস্তোরাঁর মালিক!

শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলা হয়, অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা জন্য পিয়েরে ও রোজমেরি নামে দুই ভাইবোনোর সিডনিতে পেলোগ্রিন্নি নামে একটি রেস্তোরাঁর হেঁসেলে দানব আকৃতির পিৎজাটি বানানো হয়। পরে পেলেগ্রিন্নি ইনস্টাগ্রামে সেই পিৎজাটির ছবি শেয়ার করে।

রোজমেরি জানান, বিশালাকার পিৎজাটি মজ্জারেল্লা, টমেটো সস, বাসিল লিফ দিয়ে গারনিশ করা।

অলিভ অয়েলে এ পিৎজাটি বানাতে প্রায় চার ঘণ্টা সময় ও ৯০ কেজি ময়দা লেগেছে। পরে পিৎজাটি চার হাজার খণ্ডে ভাগ করে ভোজনরসিক মানুষের মুখে তুলে দেওয়া হয়েছে।

এসএইচ-০৬/২৫/২০ (অনলাইন ডেস্ক)