কেক খাওয়ার প্রতিযোগিতায় নারীর মৃত্যু!

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে আয়োজিত কেক খাওয়ার প্রতিযোগিতায় নাম লেখান ৬০ বছর বয়সী এক নারী। তারপর প্রতিযোগিতা চলাকালীন কেক খেতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাটি রোববার ঘটে।

এ ব্যাপারে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়ার একটি ঐতিহ্যবাহী ডেসার্টের (মিষ্টি জাতীয় খাবার) নাম ল্যামিংটনস। রবিবার কুইন্সল্যান্ডের কেক খাওয়ার প্রতিযোগিতায় এই ল্যামিংটনস খেতে গিয়েই মৃত্যু হয়েছ ওই নারীর।

প্রতি বছরই অস্ট্রেলিয়ায় পালিত হয় এই কেক খাওয়ার দিবস। এবছরের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল কুইন্সল্যান্ডের বিচ হাউস রেস্তোরাঁয়। প্রতিযোগিতা চলাকালীনই এমন বিপত্তি ঘটায় হকচকিয়ে যান উদ্যোক্তারাও।

প্রাথমিকভাবে প্যারামেডিক্যাল সাপোর্টও দেওয়া হয় ওই নারীকে। তারপর নিয়ে যাওয়া হয় হার্ভে বে-র একটি হাসপাতালে। চিকিৎসা চলাকালীন সেখানেই মারা যান ওই নারী।

এদিকে, এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এসএইচ-১৭/২৮/২০ (অনলাইন ডেস্ক)