হোয়াইট হাউস জিততে হলে লম্বা হতে হবে

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করতে নতুন বুলি আওড়াচ্ছেন ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, হোয়াইট হাউস জিততে গেলে আপনাকে লম্বা হতে হবে।

ট্রাম্প তার যে প্রতিদ্বন্দ্বির বিরুদ্ধে এ কথা বলেছেন, তিনি নিউ ইয়র্কের সাবেক ডেমোক্র্যাট মেয়র মাইক ব্লুমবার্গ। উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি। ট্রাম্প শুধু উচ্চতার খোঁটা দিয়েই খান্ত হননি, একই সঙ্গে ‘মিনি মাইক’ বলেও টিটকারি মেরেছেন।

উচ্চতা নিয়ে খোঁটা দেওয়া ট্রাম্পের পুরনো অভ্যাস। এর আগে অ্যাডাম শিফ, ম্যাক্রো রুবিও, বব কর্কারদের দিকেও একই তীর ছুড়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভোটে উচ্চতা কী প্রভাব ফেলে তা নিয়ে গবেষণাকারী জর্জিয়ার অগাস্টা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী গ্রেগ মারে বলছিলেন, ‘ট্রাম্প যেভাবে কথা বলেন তা প্রেসিডেন্টসুলভ নয়। তবে মার্কিন নির্বাচনে শারীরিক উচ্চতার প্রভাব রয়েছে।’ বিষয়টিকে রীতিমতো উদাহারণ টেনে ব্যাখ্যা করেছেন তিনি।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দলের প্রার্থী নির্ধারণী প্রতিদ্বন্দ্বিতা চলার সময় ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানো জেব বুশের (ছয় ফুট তিন ইঞ্চি) যোগ্যতা প্রসঙ্গে জানতে অন্য কিছু নয়, আমেরিকানরা সবচেয়ে বেশি গুগল করেছে, ‘তাঁর উচ্চতা কত?’

ডাচ শিক্ষাবিদ আব্রাহাম বুংক অবশ্য বলেন, ‘উচ্চতা সব দেশের সব পেশার ক্ষেত্রেই বিশেষ ভূমিকা রাখে। যতই বোকার মতো শোনায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উচ্চতা একটি ইস্যু। লম্বা প্রার্থীদের প্রতিযোগিতায় সম্ভাবনা বেশি থাকে। তাদের নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বেশি।’

এসএইচ-১৭/১৮/২০ (অনলাইন ডেস্ক)