রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি

ভারতের উত্তরপ্রদেশের এক রিকশাচালক তার মেয়ের বিয়েতে স্থানীয় সাংসদ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত করেছিলেন। ওই রিকশাচালক আন্তরিকভাবে চেয়েছিলেন তার মেয়ের বিয়েতে মোদি উপস্থিত থাকুক। তবে তার আশা একেবারে অপূর্ণ থাকেনি। পরিবর্তে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মোদি।

কিছুদিন আগে মেয়ের বিয়ের দাওয়াত দেন মঙ্গল। বিয়ের অনুষ্ঠানে মোদি উপস্থিত থাকতে না পারলে নিজের শুভেচ্ছাবার্তা দেন মোদি। স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছাবার্তা পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে গোটা পরিবার।

মঙ্গলের কথায়, ‘মেয়ের বিয়ের প্রথম নিমন্ত্রণই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠিয়েছিলাম৷ আমি নিজে দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে আসি৷ গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মোদির তরফে একটি শুভেচ্ছা বার্তা পাই৷ খুব খুশি হয়েছিলাম৷’

মঙ্গল কেওয়াত এবং তার স্ত্রী রেণু দেবী প্রধানমন্ত্রীর বারাণসী সফরের সময় তার সঙ্গে একবার দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। নিজের সংসদীয় এলাকার বাসিন্দা মঙ্গলের ওই অনুরোধ রেখেছেন নরেন্দ্র মোদি।

পরে বারণসীতে এক দিনের সফরে শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে রিকশাচালক এবং তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মোদি।

এসএইচ-২০/১৮/২০ (অনলাইন ডেস্ক)