আরবি চ্যানেলে ভালোবাসার ঘোষণা সৌদি লেসবিয়ান যুগলের

আরবি ভাষার টিভি চ্যানেলে প্রকাশ্যে নিজেদের ভালোবাসার কথা ঘোষণা দিলেন সৌদি আরবের একটি লেসবিয়ান যুগল। ক্রমশ উদারীকরণ হওয়া দেশটিতে এখনো সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ।

বর্তমানে ওই যুগলটি বৃটেনের রাজধানী লন্ডনে রয়েছে। সৌদি আরবে থাকলে তাদের মৃত্যুদ- কার্যকর হতে পারে এ আশংকায় তাদেরকে আশ্রয় দিয়েছে বৃটেন। এ খবর দিয়েছে ডেলি মেইল।

এবারের ভ্যালেন্টাইন্স ডে’তে আরবির এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেন সৌদি ওই যুগল। ‘জাফর টক’ নামের ওই অনুষ্ঠানেই নিজেদের ভালোবাসার কথা বলেন তারা। এতে উঠে আসে, তাদের প্রথম দেখা হওয়ার কথা। তারা জানান, কীভাবে মধ্যযুগীয় আইন চলছে এমন একটি দেশে তাদের ভালোবাসা বেড়ে উঠেছে।

সৌদি আরবে সমকামিতার শাস্তি এখনো মৃত্যুদণ্ড বহাল আছে।

২০১৮ সালে নারীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পর ওই যুগলটি বৃটেনে চলে আসে। সেখানে তারা বৃটিশ সরকারের কাছে আশ্রয়ের আবেদন করলে তা অনুমোদন করা হয়। এখন লন্ডনেই সুখে আছেন তারা বলে জানিয়েছেন যুগলটি। বৃটেনে এসে তারা তাদের সম্পর্কের বিষয়টি উন্মুক্ত করে দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা সক্রিয় রয়েছেন। ইতিমধ্যে স্বজনরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তবে যুগলটি জানিয়েছে, লন্ডনে তারা খুব ভাল ভাবেই মানিয়ে নিয়েছেন। নতুন পরিবেশে তার কোনো ধরনের মৃত্যুভয় ছাড়াই থাকতে পারছে।

এসএইচ-১৩/২৪/২০ (অনলাইন ডেস্ক)