করোনায় আক্রান্ত পোষা কুকুর

মানুষের পর এবার প্রথমবারের মতো একটি কুকুর প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। হংকংয়ে ওই পোষা কুকুরটির মালিকও করোনায় আক্রান্ত বলে শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

‘দুর্বল প্রকৃতির’ করোনায় আক্রান্ত কুকুরটিকে এখন কোয়ারেন্টাইনে (পৃথক করে রাখা) রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, এই প্রাণীটি নিশ্চিতভাবে করোনায় আক্রান্ত হয়েছে কিনা তা আরও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়েছে ৪০টিরও বেশি দেশে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই প্রাণঘাতী ভাইরাসে ৮৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আর এতে মৃত্যু হয়েছে ২৮৫০ জনের বেশি মানুষের। এর মধ্যে শুধুমাত্র চীনে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৮২৪; মৃত্যু হয়েছে।

চীনের পর দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই ভাইরাসে দেশটিতে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দু্ই হাজার ২২; আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

এসএইচ-১০/২৯/২০ (অনলাইন ডেস্ক)